নিভৃত প্রী‌তি দে‌খি‌য়ে লুকায় লজ্জায়!
রূপ‌জ্যো‌তি বে‌জে উ‌ঠে মিল‌নের গান
প্রিয়ভে‌বে অ‌তি কা‌ছে আসে কামনায়
অ‌নিন্দ‌্য সে কেশবতী জুড়া‌য়ে‌ছে প্রাণ।

প্রদীপ জ্বে‌লে শিয়‌রে কল্পনায় ভা‌বি
শুভক্ষণ ভু‌লি নাই আন‌ন্দের হা‌সি!
অ‌পেক্ষা নিক্কণ সুর! সযত‌নে আঁ‌খি
ফুল হ‌য়ে মালা হ‌তে তব অ‌বিশ্বাসী।

প্রথম দেখা ভু‌লি‌নি অ‌মোঘ সুন্দরী
সতত নি‌বে‌দি ক‌রি ম‌নের আদান!
তীব্র হয় একা রাত্র একা হ‌য়ে ফি‌রি।
রক্ত ঝ‌রে ফুল হ‌তে পাই অবদান।

কেশবতী দূ‌রে আ‌ছে হয়‌তো লু‌কি‌য়ে
গোপ‌নে বিষ প্রবাহ তব মায়াজা‌লে।