ক্ষমা করো অন্তর্যামী অজ্ঞতা আমার!
মুক্তি দিও পারাপারে এই দুরাত্মার।
লালায়িত মমতায় বৃথা কৃশকায়া!
কুলষিত আত্মারাম ভরে মোহমায়া।
শিয়রে প্রদীপ জ্বেলে দয়া কামনায়!
বিনিদ্রায় শত রাত হই নিরুপায়।
অতীত দিনের ভুল ভীষণ কাঁদায়!
অপরাধী কেন হই কোন বাসনায়?
অব্যক্ত রোদন জমে হৃদয় গহীনে!
পাপাসিক্ত কত আর ফের গোপনে।
নিজেই নিজের সাথে করি অনুলাপ!
বিকার বিবেক খুঁজে স্মৃতি চুপচাপ।
অজানায় যত পাপ হয় ইচ্ছাময়!
ক্ষমা করো অপচার তুমি কৃপাময়।