কেন জানি সহসা পূর্ণতার আশায়
স্বপ্নরাত ভোর হয় সে মোহমায়ায়।
ভাললাগা তারে ভাবি নিজ অজানায়
ধ্যানমাঝে আকুল সে প্রিয়তা জড়ায়।
দিবানিশি উচ্ছাস হয় হৃদ মন্দিরে
ভাবনার কিছুক্ষণ! আপন বন্ধনে।
তব ফুল কাছে সেই এলো ভালবেসে
ফুটে উঠে মনে যবে ঋণ শোধ হয়ে।
অশ্রুর হাহাকার মিছে উন্মাদনায়
হৃদ হয় পাথুরে তার অবহেলায়।
তপ্ত দাহ মন প্রিয়তা চোখের ধাঁ ধাঁ
স্পর্শ হলে সেই ফুল! মিছে ভালবাসা।
প্রিয়তমা কোনদিন ভাঙ্গিবেনা ভুল!
একা হয়ে থাকো স্মৃতি তুমি ঝরা ফুল।
(সনেট)