সুললিত কৃপা আর প্রসূনা রঙ্গন
উষ্ণতায় বিজরিত হল প্রীতিসম।
মিতালীয় অভিরুচি ভরে অভিমান
অনুরাগ জেগে উঠে হয় সুনসান।
প্রকৃতি অতলতলে পিয়াসা কোমল
নেত্রসুখে বন্দী হলো জল টলমল।
জাগরণী গড়া তেষ্টা বাড়ে দুষ্টুখিদে
আবেগের অপচয় চঞ্চলা তাগিদে।
ব্যাপৃত আত্মায় মগ্ন নিপুণ তালাশ
মৃগানাভী কস্তুরীর সম কল্পবাস।
বিষময়ী মহুয়াতে অদৃশ্য সুঘ্রাণ
তনুখানি ধীরে ফিরে ক্ষয় অফুরান।
সয্যায় ফুলেল নীর গড়ায় আঙ্গার
শতরঞ্জি বিছানায় আকূল পাথার।