ধরণীতে সৃষ্টি প্রথম কুবা মসজিদ
স্বীয়হস্তে ভিত্তিরূপ করেন ধর্মবিদ।
মদীনার অদূরে হিজরতে আলো
বিশ্বপতির সদনে পরম দয়ালু।
অবিরাম ছুটে যায় অভিপ্রায় মন
মনোরম নিসর্গে শত সহস্র জন।
তৃষ্ণার অবসান মসজিদের পানে
ভরে আসে শোভনে দুটি নয়নে।
বিভূষিত চারদিক সবুজ বিস্তার
ধর্মজ্ঞানী প্রভা ছড়ায় নিজ আত্মার।
অম্বরে প্রতিদিন সুরভিত বাসনায়
আজানের মধুময় মসজিদ কুবায়।
নবীপ্রেম কৃপা করে অমর সৃষ্টি
চারিমার ছায়াতলে প্রত্যেহ দৃষ্টি।