আমলেকা জাতির রাজা ফেরাউন
প্রজাদের কষ্ট দিত সে নিদারুণ।
তার উজির হামাম ছিল অবিচারী
শিশু হত্যায় লিপ্ত হয়ে পাপাচারী।
ফেরাউনের স্ত্রী একদায় গোসলে
লোহার সিন্ধুক ভাসে তার খেয়ালে।
সিন্ধুকেতে ভরা ছিল শিশু ফুটফুটে
চেয়ে থাকেন তিনি মায়ায় একদৃষ্টে।
অন্তরে কৃপা করে পালন করিলেন
মুসা নামে ধর্মপথে তিনি বড় হলেন।
শুরু করেন মুজেজা হাতের লাঠিতে
বেঁচে যায় ফেরাউন ভিন্ন অজুহাতে।
বিশ্বপতি দাবী করেন ফেরাউন নিজে
ধ্বংস হলেন পানিতে সাগরে ভিজে।