হৃদয়ে উত্তাপ দিক কলঙ্ক ভাবিনি
অব্যাক্ত বাসনায় অভিমান চাহিনি।
প্রিয় সব আশা তব অথৈ ভালবাসা
সেই সুখে অভিরাম মোহতে স্বপ্নেরা।
গাঁথা মাথা আলো ফুটে প্রণয় বাসরে
তব হিয়া অনুরাগে মনন ও মনে।
নিবিড় বরণ ছিল দুজনে জীবনে
অতিশয় প্রিয় মিলন অলক সাজে।
দুটি হৃদতা সেই বন্ধন যবে ভুলে
অনুভবে ক্লেশ তব তরে নিশি জাগে।
দেখা হবে কোনদিন! ধরণীর বুকে?
বিচ্ছেদের দূরে তুমি ভ্রান্তির আবেগে।
অন্তরের অনুতাপ সাধনার পর
উৎকন্ঠা বেদনা! ভাবনা নিরন্তর।
-সনেট