হৃদয়ে ধারণ করে রবের হুকুম
পাপ কাজ করে সব আত্নায় বর্জন
রাতভর ইবাদত বিনিদ্রায় ঘুম
মাসব্যাপী সাধনায় রহম অর্জন।
একাহারী পানাহার সদাতুষ্ট মন
সিয়াম প্রতি বছর জনম জনম।
প্রার্থনায় আঁখিজল ঝরায়েছে যারা
পাপ সব মাফ পায় প্রতিরাত তারা।
অতিশয় হতভাগা নাজাত পায়নি
আঁখিপানে তারাই তো পূর্ণতা চায়নি
অন্তরের অনুভব! ত্রিশ দিন পরে
রোজা শেষে একত্রিত মাঠপানে ভরে।
যতদিন ধরণীতে ইসলাম আছে
ফিরে পাবে চেনা রুপ আনন্দ উচ্ছাসে।
-সনেট