জিলহজ্জ মা‌সের দশম হিজরী‌তে!
কেঁদেছিল মানবাত্মা কৃতজ্ঞচি‌ত্তে।
পিষ্ট ক‌রে পদত‌লে জা‌হে‌লিয়া ভয়
বিদায় হ‌জ্জে ভাষন পূর্ণতায় রয়।

আরাফার ময়দা‌নে ঐক‌্য মুস‌লিম
উদ্ভা‌সিত বক্তৃতায় ক‌রে‌ছে ম‌হিম।‌
প্রিয় নবী রে‌খে যান স্রষ্টার কিতাব
ধরণী‌তে নব যুগ হ‌লো আ‌বির্ভাব।

অশ্রু‌সিক্ত মুক্তমন ভাষ‌নের শে‌ষে
ধর্ম প্রেমের উজ্জলতা জনসম‌ক্ষে।
স্বপ্নীল হৃদয় ভ‌রে বি‌মো‌হিত মন!
নবীপ্রেম জাগরণী উদাসীন জন।

পৃ‌থিবী‌তে ই‌তিহাস ক‌রো অ‌ন্বেষন
‌বিদায় হ‌জ্জে বক্তৃতা সদা অমরন।