অনুভূতি রঙ্গিন ফাগুন মুখরিত
ভুলোমন ক্ষণময় হৃদ শিহরিত।
এ মধুময়ী ফাল্গুনে প্রণয় আড়াল
উচ্ছাস ছাড়া যেন নাহি কিছুই আর।
ফুল গুজে সহস্র শত মালার ভীড়
আনন্দ উল্লাস মত্ত শত রমনীর।
কামনায় বাঁধাবুক না বলার ভাষা
তব ফুল নিভৃত নিরব ভালবাসা।
তারপর হিয়ায় শান্তনা যতদিন
ক্ষণে মনে উছলায় বেদনার বীন।
অবশেষে নিদারুন ফাল্গুনী চেতনা
উড়ে যায় উদাস হয়ে কিছু ভাবনা।
ফাগুনের পরিণয় দিনশেষে হায়
স্মৃতি থাকে তব ফুল যদিও শুকায়।