নয়নের ক্লান্ত জ্বলে ঘুমহীন রাত!
জাগরিত শোকস্মৃতি বিরহ প্রভাত।
হৃদয় নিত্য দহন ভেবে প্রিয়জন
ভুলপথে হৃদয়তা হয়নি আপন!
অগাধ আশায় ভরা রুদ্ধকর বুক
ললাটের হাহাকার দূরে রয় সুখ।
জীবন বদলে যায় আঘাতের পর
চিরদিন এই মনে স্মৃতিটুকো ঝড়।
চঞ্চলা আবেগ শেষে তেষ্টায় হিমানী
প্রেমের স্পন্দন বৃথা কেন অভিমানী?
শোভিত স্মৃতির ভার দিয়েছে আঁধার
দৈনতায় বহুদূর সাথে চিৎকার।
মুগ্ধ মায়ায় গন্তব্যে ভ্রান্তির নিয়তি
ব্যর্থতায় আরাধনা রেখে যায় স্মৃতি।