মন ভরা অবসাদ উন্মাদ জীবন!
হতাশায় চলা পথ রো‌দিত নয়ন।
সওদায় ভরা রয় বৃথায় আয়াস!
উদাসীন কল্পনায় বাসনায় বাস।

জীব‌নের নিত‌্য দিন ভ‌রা নিঠুরতা
শো‌ক তা‌পের মনন হতাশার ব‌্যথা
অদৃ‌ষ্টের আবরণ ক‌ঠোরতা ভ‌রে!
সর্বদায় অনুতাপ সকরুন স্ব‌রে।

শোকময় ফুলমালা মনসাধ কথা
ধরণী‌তে রূপমাল‌্য হ‌য় যেন বৃথা।
বিচ‌লিত ধ‌্যানমান চম‌কিত মন!
নিরব‌ধি সৃ‌ষ্টি হ‌য়ে ভাসায় নয়ন।

মানব জীবন ভরা আছে অ‌ধিকা‌র
কু‌ঞ্চিত হ‌লে ভজন বৃথা সব তার।