নির্জ‌নে ফু‌লেল রূপ ভ‌রে সুনজর!
পা‌রি‌নি মনন তব কাঁদায় অ‌ঝো‌র।
অ‌ভিশঙ্কা ভরা রয় গোপ‌নে আপন
নিশু‌তির মধ‌্যরা‌তে ক‌রে‌ছে ধাবন।

অ‌ন্ধিকা কে‌টে যায় না‌হি মি‌লে ঠাঁই
ব‌্যাথাতুর হিয়া ভরে ক্লিষ্টতা বৃথায়।
পাষাণ হৃদ‌য়ে রু‌ষ্টি নি‌র্জিত যৌবন
অবসাদ ভরা নি‌য়ে ফু‌টে পুষ্পবন।

অভা‌গিয়া কল্পনায় মি‌ছে অ‌ভিলাষ
অতৃপ্ত আত্মায় তার নিভৃ‌ত নিবাস।
বিষবৃক্ষ নিজ হা‌তে ক‌রে‌ছি রোপন
অনাদ‌রে ঝ‌রে ফুল কাঁটা বি‌ধে মন।

রাতভর বাক‌্যহারা র‌চি যে বিলাপ!
নিয়‌তিতে ছায়াময় ভরা পাপীতাপ।