দুর্গাভক্তি তরঙ্গিনী দূর্গার বন্দনা
স্বরূপতা পূর্ণ তার ছয়টি মহিমা।
অসুর বিনাশী রূপ ঐশ্বর্য্য শালিনী
জন্মস্বর্গে দূর্গামাতা হয় আগমনী।
সশ্রদ্ধে প্রথম পূজে কৃষ্ণ পরমাত্মা
ব্রহ্ম বৈবর্ত পুরাণে রচে জ্ঞানবেত্তা।
মানস পূত্রে ব্রহ্মার মূর্তি তৈরী করে
একশো বছর মোহে তপস্যার ভরে।
শাস্ত্রীয় বিধান মতে পূজা আয়োজন
অকালের দুর্গাপূজা অকাল বোধন।
চন্ডীপাঠে দুর্গাপূজা দেবী আরাধনা
আশ্বিনের নবরাত্রে পবিত্র মন্ত্রণা।
শুদ্ধজলে মহাস্নান উন্মিলিত হয়
দূর্গাপূজা অঙ্গরূপ শোভাপ্রদ রয়।
[আসরের সনাতন ধর্মের সকল কবি বন্ধুদের এই কবিতাটি সমর্পিত করলাম। ভুল থাকলে জানাবেন।]