অন্তরে রেখেছি প্রেম নিলাভ যতনে
জাগিয়ে ফিরবে সুখ প্রণয় সুদূরে।
মুক্ত শ্রাবণের দিন সিক্ত নয়নে
সোনালী বরণ প্রিয় কল্পনা জীবনে।
নির্জন স্বপ্নবাসর আত্মতৃপ্ত হয়ে
চঞ্চলা হরিণীমন চলছে স্ববেগে
মুগ্ধ হই তব প্রিয় ঘিরে আনমনে
আশার স্বপ্ন ভাসাই হৃদে ক্ষণে ক্ষণে।
চিত্রকল্প পথ বেধে ধুঁকে কেঁদে যায়
মালাখানি অনাদরে বিফলে শুকায়।
প্রিয় হারায়! নিরবে বৃথা আস্ফালন।
সাদগুলো হয়ে যায় নির্মম মরণ।
স্বপ্নগুলো দিনশেষে স্মৃতিতে হারায়
ভারী হয়ে কান্না ঝরে শত বেদনায়।
-সনেট