চোখ ভেজা অভিমান বাতায়ন পাশে
স্বীয় মানসী তব অদূর মধুবেশে।
অধীর বিরহী নিরুপিত মনটাকে
নিবেদিত এ প্রাণ বাঁধা ফুল ফুটাতে।
তৃষ্ণার অবসান সমস্ত অনুভূতি
উষ্ণতায় নিবিড় তব চঞ্চল প্রীতি।
দহন হৃদয় যবে শুভ আগুয়ান
প্রিয়সম প্রতিমায় ক্লেশ অবসান।
বিচ্ছেদের সমাধি যুগল ফুল মালা
আশাহত পূর্ণিমা সব নিশিথ বেলা।
কঙ্কর সম এ জীবন ভুল বিশ্বাসে
নিষ্ঠুর মানসী! হয়নি হৃদ গহীনে।
ভ্রান্তির অনুরাগ ছড়ায়ে নিলীমায়
সেই স্বপ্ন সমাধি তব পুষ্পমালায়।
-সনেট