মূল্যহীন আর্তনাদে হৃদ লালায়িত
লুকায়িত মন তার দেনায় ঘৃণিত।
আয়াশ করে প্রলাপ রচে বিত্তহীন
উন্মাসিক চেতনায় পাড়ি নিত্যদিন।
সহসায় বর্ণচোরা ভিতরে গৌরব
কামনায় রিপু ভরা অহমিকা সব।
দুষ্কৃতির বিধি নিয়ে নীরব যখন!
সখ্য ভরে প্রতারণা করেছে যতন।
তনুখানি বন্দনায় শেষে অশ্রুত্যগ
বৈরীতায় অবলম্ব বৃথায় আবেগ।
ওরে অজ্ঞানী পন্ডিত কিসের উল্লাস
কুটীর বিরাগী হয়ে মননে বিলাস?
চাটুকারে অধোগতি নিয়ে দেহভার
ফেলনা হয়ে পতন দিন শেষে তার।