হয়তো তুমি সুখে আছো দূরত্ব রেখে
অরণ্যের আলো জ্বলবে তব দুচোখে।
নিঠুর আঁধার আছে তোমার সম্মুখে
অশ্রুজলে ভেসে যাবে নয়ন মুছে।
মেনে নেই একাগ্রে অপেক্ষার সময়
কখনও পাবে না ফিরে আনন্দময়।
তোমার হৃদ ক্ষণে ক্ষণে সমাধি করি
কি হবে বিনা দোষে করে আহাজারি
চলে যাচ্ছে দিন নিরব নিভৃতে
ভুলে যেও যা স্মৃতি সব অতীতে।
আসবে না এ সময় হাজার ক্রন্দনে
কি এমন কৃপা করো তার কুলগ্নে?
তব দুরত্ব ব্যাথা বয়ে যায় অকারণ
মাথা কুটে খুঁজেছি পাইনিতো কারণ