আসরের শ্রদ্ধেয় প্রিয় কবি, মোঃ সিরাজুল হক ভূঞা-রচিত শিক্ষার আলো কবিতাটিতে গ্রামে শিক্ষা বিস্তারের বাস্তব রুপ ফুটে উঠেছে। গ্রাম্য ছেলে-মেয়েরা সকালে ঘুম হতে উঠে যেভাবে স্কুলে যায় দেখতে সত্যিই অনেক ভাল লাগে। বিনামূল্যে তারা প্রাথমিক লেখাপড়ার সময় নতুন বই হাতে পেয়ে অনেক খুশি হয়। সত্যিই আমরাও একসময় অনেক খুশি হতাম। সারি সারি লাইনে স্কুলে যেতে দেখে সবাই অনেক আনন্দিত হয়। সন্তানদের খুশিতে তাদের পিতা মাতারও অনেক খুশি হন।
প্রিয় কবি- বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতার চিত্র তুলে ধরছেন কবিতায়। কেউ যদি দেশে নিরক্ষর না থাকে তবে সবাই উন্নতি লাভ করবে এমনটাই চাই। চাঁদের মতো স্বপ্ন হয়ে গ্রামের সকল ছাত্র ছাত্রী তাদের সাফল্যের চূড়ায় পৌছে যাক। সকল পিতা মাতা ও তাদের সন্তানদের স্বপ্ন বাস্তবে কাছে আসুক সফলতা হয়ে। জন্মের মাটি হতে বেড়ে উঠুক তাদের প্রাণ। কাছে ফিরে আসুক সবাই বড় হয়ে, দরজা খোলা থাকুক ভালোবাসা নিয়ে। এ প্রত্যাশায়------