রূপঝরে ললনার শোভা কেশময়
বিরহের স্মৃতি নিয়ে হৃদ পরাজয়।
অবিরাম তীব্রজালা বৃথায় সৃজন!
সমাহৃত অশ্রুজলে সাধ আয়োজন।
বিশ্বাসের গুলদান চমকিত হয়!
নিদারুণ জমাকষ্টে সংবেদ ক্ষয়।
শোকময় সমীরন স্মৃতি প্রতিকাশে
মর্মঘাত বারবার হৃদয় আকাশে।
হীনতায় দিনমান পরিত্রাহী আমি
কত আর চিৎকৃত হবে মনোভূমি?
ভুল পথে উদাসিত খুঁজে পুরবালা!
অনুরাগ শেষে পাই বিসদৃশ মালা।
বৃথা স্মৃতি বিজনন এককত্ব শোক
অগ্নিহীন তাপ নিয়ে ভরে উঠে বুক।