অপেক্ষার কথা ভেবে তিক্ততা কাছে যে
ভালবাসা অমলিন বিষন্ন মায়াতে
বীভৎস নিন্দনীয়! জীবন এমনি
হৃদখানি প্রেমিকের মনন পায়নি।
মায়াজালে ভেবে যায় সুখ নিরন্তর
পুষ্পসম হয়ে যায় যবে স্বপ্নময়
অভিসার লুকাবার নতুন আশায়
অবাক প্রতিদান! নিষ্ঠুরতা জাগায়।
বিব্রত নব্যতা! জর্জরিত অবহেলা
অভিমান ভুলে নাই জড়িয়ে জীবন
মনকুঞ্জে একফালি নরকীয় খেলা
প্রত্যাশা দুরন্ত ডানাতে ভাসে মনন।
নিভৃত হতাশা! ভাললাগা শতবার
সুদূরে বিনাশী ডাক বিবর্ণ আধার।
-সনেট