জেগে উঠা প্রিয় পাশে অতিশয় প্রাণ
নীড়ে সুখ কলতান হেলা অবসান।
বহুকাল জড়ানো আর অদেখা সাথী
বিলায়ে রুপসম হৃদতা মালা গাথি।
পিয়াসু স্বপ্ন এসে দিলো গোপন নাড়া
রাতসম দিন যায় সুখে তব তারা।
কৃপা হয় প্রিয়তায় বহুদিন কাছে
মধুময় রজনীয় শোক হয় মিছে।
জীবন কাগজে বন্দী হল বন্ধ ঘরে
হৃদ তব লগনে সে মিছে রুপ ঝরে।
মালা ছিল ছলনায় আঁখিজ্বল ধারা
তিমির সম নয়ন নিরাশায় ভরা।
অনাদর অবহেলা সে আকাশে আর
শেষ ছিল পরিণাম বিষন্ন তারা'র
(সনেট)