চাহিদার শেষ নেই প্রতিটি হৃদয়ে
জল্পকল্প ইচ্ছায়ত্ত করে অভিনয়ে।
যাঞ্জাকারী মনুষ্যত্ব চিন্তামগ্ন রয়!
চাহিদায় বোধশক্তি কম কভু নয়।
প্রকৃষ্ট বিতথ্যা ভার অশুভের প্রতি
অবসাদ হয়ে আসে বৃথা নিরবধি।
রিক্ততা চায়নি কেউ খুঁজে জুতসই
পার করে পরিসর চাহিদা অথই।
জীবনের জীর্ণাবস্থা বিষময় সাদ !
অসাফল্য বোধয়িতা হয়নি নিখাদ।
তবুও জমে সঙ্ঘাত চাওয়া পাওয়া
পরিণতি আকুচিত দেহ কৃশকায়া।
দ্বিধা দ্বন্ধের আত্মায় খুঁজে নতুনত্ব
মানবের চাহিদায় শুধু অভিনত্ব।