আকুল মোহের ব্যাধ মানব জীবন!
তার মাঝে প্রপঁঞ্চিত দৈনতা বহন।
সময় সঞ্চার হচ্ছে বিচিত্রতা রুপে!
মায়াভর সাধ সব ব্যর্থতার ক্ষোভে।
পিয়াসা মায়া দুর্গত পাওয়া বঞ্চনা
নিরবধি বিচলিত ভাগ্য প্ররোচনা।
মূল্যহীন ভুলগুলো করে অন্বেষণ
অতীতের দিন যায় ক্ষয়িষ্ণু মনন।
বিস্ময় জীবন ভরা নিত্য চলমান!
ক্ষয়ে য়ায় নিরবধি গত আয়ুজান।
মনুষ্য মনন সেথা আসক্ত বৃথায়!
নিয়তির দোষ দিয়ে হয় অনুপায়।
মায়াভরা এই ভবে গড়া কৃশকায়া!
মুক্ত হয় প্রণাত্যয় ধারিত্রির মায়া।