উচ্ছাসে ভরে দেই হৃদয়ের পরশ
ভক্তি করি স্মৃতিসুখ গাঁথা সুধারস।
তুচ্ছতর জীবনকালে উতলা মেলা
শংকিত নরলোকে ইশ্বরের খেলা।
চিরসত্য অনুভূতি যেতে পারাপার
তনুখানি নির্বাসিত কালো অন্ধকার।
ধরায় রাখা প্রণতি তেষ্টার অঙ্গনে
রুদ্ধশ্বাসী গাত্র পুলক পুষ্প চন্দনে।
অদৃশ ভাব নসিবে করে বিড়ম্বনা
পুলকিত অন্তরে যাতনায় ভাবনা।
শতমুখী যন্ত্রণার স্মৃতি অবসান
ভেজা অশ্রু বিগলিত ঝরে অফুরান।
নরলোকে প্রাণরথ নিত্য কালনিদ্রা
জীবনের হলাহল প্রবল বিচিত্রা।