আজ আবার লিখছি বহুদিন পর
সহসায় জিগমিষা মনে উঠে ঝড়।
নিস্তব্ধ বিন্দু আবেগ রাখে অনিদ্রায়
নয়নের জল স্বাক্ষী প্রতিটি ফোটায়।
নির্জন রাতে একাকী প্রেমময় ভাতি
জেগে উঠে কান্নায় পুরানো প্রিয়তি
অশ্রুসিক্ত দুটি চোখ করে ছলছল
অবুঝ হৃদয় ব্যর্থ নিন্দনীয় ফল!
কল্পনায় সাথী ভেবে চিরচেনা মুখ
ওষ্ঠদ্বয় বিসর্জন দিয়ে গেল সুখ।
বিরল পিয়াসে বসে কাটে দিনমান
হৃদয়ের দ্বার খুলে ভুলে অভিমান।
গোপনে ভাসে নয়ন স্মৃতি মনে হলে
অগ্নিহীন পুড়ে মন শুধুই বিফলে।