কৃষি প্রধান বাংলায় রূপ বৈচিত্রে
জলবায়ু বদলে যায় ছয় ঋতুতে।
গ্রীষ্মকালে বাতাসে আগুনসম হয়
বৈশাখী কালো মেঘ আকাশে রয়।
বর্ষায় গ্রামে থাকে অপরূপ চিত্র
বন্যায় ভাঙ্গনে দেখা কিছু মাত্র।
শরতের ঝলমলে ফুটে কাশফুল
নীল মেঘ আকাশে করে হুলস্থুল।
হেমন্তের সারা মাঠ ভরা ফসলে
কৃষকের হাসি ফুটে মন আড়ালে।
শীত আসে বার্তায় কুয়াশার দেখা
জড়সড় দিন যায় চলে হিমরেখা।
ঋতুরাজ শীত মুছে বসন্ত আগমন
ফুল সৌরভ সাজে সজ্জিত জনমন।