বিবেকের সচলতা হলে মিথ্যে পথে!
পতনের চারাগুলো বড় হতে থাকে।
সত্যপথে বিচলন নয় পরাজয়!
হিমরতি তার তরে দূরে সরে রয়।
অসত্যের কারাবাস করে আয়োজন!
মানবের অবিনয় বৃথা প্রয়োজন।
কুপথের বিমোহনে বিষাদিত ঋণ!
বিষচোখে অহোরাত্রি পাড়ি আশাহীন
বিবেকের বিশ্লেষণ করিয়াছে যিনি!
তার কাছে অভিঘাত ব্যর্থ চমকানি।
সত্যের অশুভ নেই অভিমতি আছে!
মুক্তিদাতা হয় কভু অসূয়ারা মিছে।
জ্ঞানচক্ষু খুলে যার সফলতা আসে!
বিবেকের পরাজয় তার কাছে মিছে।