আচারের সমাহার ঠোঁটের ভাষায়
অভিলাষী হয় মন টকের নেশায়।
অনাদরে আমগুলি থাকে গাছতলে
দিনশেষে খুঁজে নেয় বিনা অবহেলে।
আমোদে-চোষনে জিভেতে জল
আচারের কথনে শত শত ফল।
আমড়ার টক পেয়ে মন প্রাঞ্জল
দাঁতগুলো লবণে ঠোঁট অবিকল।
লটকন বেছে নেয় গোল চেহারা
চুপচাপ রসে ভরা যায়নি ভুলা।
তেতুলের আচারে টক হয় বেশি
বিনিময়ে দিলে কেউ বেজায় খুশি।
ঠাঁই করে চেরিফল আচারের ছলে
কেউ খুঁজে চালতা ভরা কৌতুহলে।
শিহরিত ওষ্ঠদ্বয় টক ঝাল পেয়ে
পরপর কিনে দিলে খুশিতে প্রিয়ে।
বড়ই কম নয় টক নিবেদনে
সার্থক হয় সে তার ফল দানে
আচারের পরশে নারী সর্বদায়
কেউ করে তৈরী কেউ কিনে খায়।