মিতালী সঙ্গী ঝগড়ার প্রতীক্ষা
অপূর্ব হৃদয়ের দুটোই পূর্ণতা।
আনচান মন ফুরিয়ে কিছু নেই
দীপ্ততব সাধগুলো প্রিয়কে দেই।
ভুল স্মৃতিতে ঘটে যদি বিচ্যুতি
স্মরণে অতীত তব নহে অতৃপ্তি।
বক্ষ বিদীর্ণ কটাক্ষ যদি করে
পূর্ণ করো রিক্ত প্রশংসা ভরে।
সম্পর্কে নেপথ্যে যদি প্রয়োজন
চূর্ণ হয়ে যায় অদৃষ্ট!সাথে মনন।
সহসা বিদ্রুপ অনুরাগে দূরে
সুখনিদ্রা আঁধারে প্রিয়তি ভরে।
হৃদয়ের মূল্যতা আঁখিতে নিয়ে
পরিণয় সখ্যতায় নীড় প্রহরে।
স্তুুতিমন খেলা করে যে স্বপ্নপরী
নিশিমধু আসিবে প্রণয়ও ভরি।
অনাদর অন্তরে হলে অভিমানী
খেদ করে শুন্য রাখে ফুলদানী।
সঙ্গীর মূল্যায়ন নিরবধি চাই
শয্যা শোভা হর্ষ ব্যবধি নাই।