গরু জন্ম হলে তার চোখ ফুটে যায়
চার পায়ে সোজা হয় খাবার আশায়।
ছাগলের জন্ম হলে দুই ঘন্টা পর
দুনিয়াটা আচমকা দেখে সুন্দর।
বিড়ালের জন্ম হলে ছয়দিন পরে
চোখ খুলে তারপর দেখে মন ভরে।
কুকুরের দশদিন অতীত গুনিয়া!
দেখে নেয় একদিন আজব দুনিয়া।
এবার হলো মানুষ! যার আছে হুশ!
সৃষ্টিসেরা জীব হয়ে মননে জৌলুষ।
তাদেরও চোখ ফুটে বিবাহের পর!
বউ ভাবে অন্ধ তারা আজীবন ভর।
সেই চোখ প্রতিদিন খুঁজে ভালবাসা
সংসারে হাল টানে মনে নিয়ে আশা।