নতুন জামার খুশি সবার ভাগ্যে নয়
অনেক গরীব এ দেশে রাস্তায় রয়।
সুদৃষ্টি তাদের প্রতি দেয়া দরকার
আসুন আমরা সকলে করি অঙ্গীকার।
গরীবদের করলে দান খয়রাত
পাড়ি দিতে সহজ হবে পুলসিরাত।
মন ভরে দান করেন যারা কাঁদছে
ধনবান হলে অনুরোধ সবার কাছে।
দান করিও অভাবীকে নিজ ইচ্ছাতে
ঈদ আনন্দ ভাগ হবে কৃতজ্ঞচিত্তে।
সমাজের ভালবাসা দৃঢ় মজবুত হবে
শান্তি আর সুখ বাড়বে অন্তরালে।
যাকাত ফিতরা দান করিও মুসলিম
তবে হবে চিরতরে গরীব বিলীন।