শাক্য বংশের এক মহৎ ব্রাহ্মণ
বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠায় তিনি গৌতম।
সন্যাস অন্তর তার জীবন যাপন
সংযমী পথভোগ স্ব-রিপু দমন।
এ ধর্ম প্রথম প্রচার হরিণ পার্ক হতে
শেষ সময়ে বিচরণ গাঙ্গেয় ভূমিতে।
সিদ্ধিলাভী গৌতম ছিল আলোকিত
পাশ্চ্যাতে ধর্ম প্রচার করে বিক্ষিপ্ত।
চার আর্য্য মানে সত্য এই ধর্মমতে
জীবহত্যা মহাপাপ তাদের আয়ত্বে।
গ্রীক বৌদ্ধ চিরায়ত দলিল শিল্পতা
ধ্যান করে চিত্রকল্প নইলে অপূর্ণতা।
সন্যাসী ভিক্ষুরা আচার পালন করে
তিনভাগের গ্রন্থ জ্ঞান রাখে অন্তরে
কুশীনগর জঙ্গলে হয় বুদ্ধ দেহত্যাগী
ত্রিপিটক সংকলন করেন তার সঙ্গী।
ইশ্বরে অবিশ্বাস বৌদ্ধ ধর্ম শিক্ষায়
ধরণী দুঃখময় এই গ্রন্থে জানায়।
মহামিলন বাৎসরিক এক পূর্ণিমায়
মেতে উঠে উৎসবে বৌদ্ধ সম্প্রদায়।