অতীতের ভুল নিয়ে বিধাতার কাছে
পাপাসক্ত অন্তরাত্মা প্রার্থনাতে বসে।
আত্মার পোষাকে দেহ মন অপরাধী
দুই চোখে জল ফোঁটা হয়ে যায় বাদী।
বিফল গন্তব্যে পরে নেত্রজল মুছে!
মুক্তি চাহে মন তার মাফ যদি রচে।
আশার প্রদীপ খুজে প্রার্থনায় তাড়া
নহে আসে পূর্ণ তার সত্য পথ ছাড়া।
পাপ জন্ম হয় যদি জানে নিজ মন!
সংশয়ী সেই রূপে কাটে নাতো ক্ষণ।
এই ভাবে শেষ তরী যাবে পারাপারে
বৃথা হয় আশাগুলো জীবন কিনারে।
ভেজা অশ্রু বিগলিত ঝরায় বিফল
কেন তারে মুছে দেয় না হয়ে সফল।