‌বুক ভরা আশা নি‌য়ে রাতভর লেখা
অতী‌তের দিন যায় না‌হি তার দেখা।
একীকৃত হ‌য়ে থা‌কে মনো পুষ্পবন
গত হ‌চ্ছে রাত্রি দিন নি‌র্জিত যৌবন।

নিরলে দে‌খে‌ছি যখন ভ‌রে সুনজর
পা‌রি‌নি মনন জয় কেঁ‌দে‌ছি অ‌ঝো‌র।
অভাগী ভরা কল্পনা সাধনায় মোহ!
ঘি‌রে তার আকুলতা ক‌রে অন্তর্দাহ।

বিষের বৃক্ষ আপন ক‌রে‌ছি রোপন!
কাঁটা ভরা ফল তার ক‌রি আহরন।
অকার‌ণি অনুরাগ জ‌ন্মে ভুল ক‌রে!
অতৃপ্ত আত্মারা তাই অনাদ‌রে ম‌রে।

রাতভর বাক‌্যহারা র‌চে‌ছি বিলাপ!
ছায়াময় নিয়‌তিতে ভরা তার পাপ।