ধার করা জ্ঞান দিয়ে রচে একাকার
ছন্দহীন সুর তাল করেছে শিকার।
অসময় কথা বলে মজে অন্তহীন।
গুরু গুরু ভাবনায় কেটে যায় দিন।
আশাহত মননের শোভা তিক্তফল।
রোদনে মিলেছে তার সবই বিফল।
সাধনায় মত্ত হও নিজ জ্ঞান দিয়ে
তুমি কেন অসহায় সকল হৃদয়ে?
সুখের অসুখ ডেকে করেছো আপন
দীনহীন হয়ে কেন রয়েছো গোপন?
কুস্বভাব চিরতরে দূর করে রাখো
ভিতরের কালোটুকো ধূয়ে মুছে দেখো!
সফল হবেই তুমি গন্তব্যের পথে
নিজেকে বিক্রি করোনা অচল বিপথে।