বৈকালিক ভ্রমণে খলিফা হারুন!
প্রিয়পত্নী সাথে রয় রূপবতী গুণ।
দেখা দেয় নির্জনে বহুলুল পাগল
দুজনেই শংকিত ঝরে আঁখিজল।
অদৃশ্য বিশ্বাস ভর তথা ইন্দ্রলোক!
যোবায়দা কন্ঠহারে কিনে নেয় সুখ।
খলিফার মন জুড়ে অবহেলা ভরে!
স্মৃতির বিরস গাঁথা পাগলের তরে।
ঘুমঘোরে স্বপ্ন দেখা ফুলসজ্জা নীড়
স্বর্গবাসে অপেক্ষায় ছিলো প্রিয়তীর।
মনসাধ জাগরিত কাছে যেতে চায়!
ধীরে ফিরে যাতনায় তার অভিপ্রায়।
স্বর্গ খোঁজে খলিফার ভরা মনোরথ
নাহি দেখা পাগলের বৃথা হাটা পথ।