বদরের উপাত্যকে যুদ্ধ আহবান!
২য় হিজরীর সতেরোই রমজান।
মুজাহির আনসার সাদা পতাকায়!
উটের বহর নিয়ে যুদ্ধ অবস্থায়।
শিবির স্থাপনা দেখে মনোবল ভীরু!
কুরাইশ কাফেলায় আলোড়ন শুরু।
আবু জাহল নিহত! ইসলামে জয়!
ছত্রভঙ্গ মুশরিক! পলাতক রয়।
সেই যুদ্ধে ফেরেশতা সহায়তা করে!
কুরাইশ নেতাদের লাশে কূয়া ভরে।
অন্তরজ্ঞে রণক্ষেত্রে রাখে নিরাপদ!
আনসার মুজাহির সাথী মুহাম্মদ।
সেদিন বিকেল শুরু যুদ্ধ সমাপন!
ইসলাম ধর্মতলে শান্তির স্থাপন।