তুমিতো ছিলে পূজারী প্রলোভিত মনে
অনুতপ্ত কেন হও বিনা দংশনে?
কেন এত পরাজয় শুধু অসহায়!
অতিবাদী বেশি করে হলে অনুপায়।
বিচার এমনি হয় বিষময় হলে!
আহমিকা হৃদে জন্মে দহন নিরলে।
হায়রে দুর্ভাগ্য যারা ব্লকলিস্টে আছে
তপ্ত মননে দলিত অজানত ভাসে।
হে কবি বলি তোমাকে ছাড়ো অভদ্রতা!
তুমিতো অদক্ষ এক ব্যার্থ ঝরাপাতা।
অনেক সহ্য করেছি তোমার যন্ত্রণা!
মিথ্যাচারে দুইজনে করে প্রতারণা।
ব্লকের পরে সঙ্ঘাত খুঁজে অজুহাত!
লিস্টে থাকা দুইজন হলো উৎখাত।