‌পুরাতন প্রেম য‌দি জা‌গে নারী ম‌ন!
স্মৃ‌তি ত‌ার অতী‌তের কাঁদায় নির্জ‌ন।
প্রিয়‌তির না‌মে মি‌থ্যে সংসারী খেলা
পর পুরুষ বিশ্বা‌সে যায় সারা‌বেলা।

ব‌ঞ্চিত শ‌রি‌রে ভ‌রা নব আকুলতা
অ‌ভিসারী লালসায় বির‌হিয়া কথা।
দিন‌শে‌ষে সাথী তার শুধু প্রতারণা
রু‌পে তার অহ‌মিকা বাড়ায় যন্ত্রণা।

বদ‌লায় নারী অন‌্য পুরু‌ষের কা‌ছে!
অযাচিত রুপ‌রেখা যাচনায় ভা‌সে।
সত‌্যকে আড়াল ক‌রে অঙ্গা‌রিত হয়
ভে‌বে নেয় ছলনায় হ‌বে তার জয়।

বিশ্বা‌সে পঁচন নিজে করি আখিপাত!
মায়া ভরা মি‌থ‌্যাচা‌রে উদাসীন রাত।