দিপ্তীময় রজনীতে তন্দ্রাহারা থাকি
হৃদয়ের ক্ষত হতে অশ্রুজলে মাখি।
ভুলে যেতে চাই সেই স্মৃতির অতীত
তেস্টায় নিভৃত ত্বরা বৃথা প্রেমগীত।
পিয়াসু মননে জন্মে স্মৃতিতার কথা
নিরলে শুকায় তব ফুল মালা গাঁথা।
সেই পথে কভু যদি চলি আমি একা
মনে পড়ে বেদনায় নাহি তার দেখা।
কোথায় প্রিয়তি তার শূন্যতা সন্ধান
মৃত্যু হলো অনুরাগ বৃথা তার দাম।
কতদিন চলে গেছে নাই যোগাযোগ
খুঁজে তারে বারবার ফিরে বিষমুখ।
দুই নয়নে তবুও মোহ ভরা তারে
হয়নিতো শুভদৃষ্টি রয় অগোচরে।