বছর পেরিয়ে আজ তার জন্মদিন
মুছে দেয় যত ছিল হৃদয়ের ঋণ।
কাজল নয়ন ঠোটে লিপিস্টিক মাখা
অনিন্দ্য এই সুন্দরী দুলে অঙ্গরেখা।
আলিঙ্গন মধুক্ষণ এ মন রাঙ্গিয়ে
বুকভরা ভাললাগা হৃদয় জড়িয়ে।
সবকিছু গত হলো স্মৃতি ক্ষণিকের
পেতে চায় শুভলগ্ন অনন্ত সুখের।
স্বস্থির নিঃশ্বাস নাই!বিস্মৃতি আবার
লিলিশিত মনে জাগে শিহরন তার।
বাসর স্বপ্ন বিব্রত মন জাগে ভয়ে
বেদনা বিদূর হই ফুলমালা নিয়ে।
অপ্রত্যাশিত আবেগ প্রেমের আরতি!
তার এই জন্মদিনে রেখে যাই স্মৃতি।