ঈশ্বর অবয় ধন সৃজিল গোপন!
নিরাশার বক্ষ ভরে হলেও আপন।
বহুরূপী অনুতাপে কাতর নিয়তি!
আচ্ছাদন সহসায় অসহায়া প্রীতি।
স্বপ্নের তন্দ্রা প্রভাত আশার প্রদীপ!
ক্ষণিকায় জ্বলে তার কিছু রত্নদীপ।
হতাশায় প্রতিদিন যাপিত জীবন!
রুদ্ধশ্বাস নিয়ে বাস হৃদ নির্বাসন।
অতল এই ভুবনে সদা ব্যর্থতায়!
উচাটন ঘুরে মন হয়ে কৃশকায়।
ব্যথাতুর স্মৃতিগুলো শূন্যতে ধূসর
যাতনায় দিনগুনে শোকের প্রস্তর।
বাঞ্ছনার অশ্রুত্যাগ বৃথা চারিধার!
বিচিত্রা এই ভুবন বেদনায় ভার।