বিশ্বাসী কল্পনা জু‌ড়ে নিভৃত ছলন!
জে‌গে উঠে বা‌রেবার উদাসী মনন।
উছ‌লিত হিয়া মা‌ঝে বৃথায় কামনা!
ভুল প‌থে অনুরাগ বা‌ড়ে তার দেনা।

প্রেমগীত সে‌তো হয় নির‌লে নিঠুর!
শো‌নে না‌হি তব মন রা‌খিয়া‌ছে দূর।
বেদনার কন্ঠ ভ‌রে অশ্রু হ‌য়ে আশা!
পু‌ড়ে গে‌ছে মনখা‌নি অ‌দেখার ভাষা।

শূন‌্যতা ক‌রে বিরাজ নয় যোগা‌যোগ
চ‌লে গে‌ছে কত দিন ব‌হমান শোক।
এই ভ‌বে আশা আর না‌হি তার প্রতি
হৃ‌দে তাই নিরবতা ভু‌লে যাই য‌দি।

আশার প্রদীপ নি‌ভে দি‌য়ে বিসর্জন
আকুলতা মু‌ছে যায় একাকীত্ব মন।