মমতায় ভরা তার গড়ন অতল!
দুটি আঁখি নির্জল ভরা ছলছল।
নিরবধি ছিলে তাই হৃদয়ের টান
বিরাজিত হয় তব অনুরাগী প্রাণ।
অন্তর শ্রয় উন্মাদ ভালবেসে যায়
বিদগ্ধ হয় হৃদয় ব্যাকুল আশায়।
সহর্ষ প্রিয়তি ভরা বিলাসী যতন!
পাষাণের মন জুড়ে হয় সঁজীবন।
বাসনায় ছিল ভুল কৃত অভিপ্রায়!
আঁখিজল ঝরে ধার করুণ ব্যথায়।
বৃথায় সুখ বিলাস হৃদে আশাবান!
পরিতাপে কেটে যায় ঘৃষ্ট দিনমান।
নিদারুণ শোকানলে দূরতায় সাথী!
বিষাদের ফুলমাল্য অনিদ্রায় রাতি।