সহসায় বারবার মনে পড়ে যায়
প্রিয়তির মুখখানি অথৈই মায়ায়।
অন্তর ভরা স্মৃতিতে নিরব অটল
সংশয়ে নাহি ভুল কভু অশ্রু জল।
চিত্তের প্রবৃত্তি সাথী অনুরাগী ক্ষণ
নিবৃত্তি করিয়া সব প্রায়শ গোপন।
তবুও মননে ভাব তন্দ্রাহারা রাত!
দিনমান চলে-আসে বিরহ প্রভাত।
ভুলে যেতে নাহি চাই তার পরিচয়
স্মৃতিগুলো স্মরণীয় হয় যদি জয়।
পিয়াসিত মন তাই চাহে পূর্ণতায়
নিষ্ফল দুই নয়ন অঝোর কাঁদায়।
হৃদয়তা খুঁজে মরে দেখিবার তরে!
বৃথায় মজিয়া দিন গেল অগোচরে।