কাঁদি আমি প্রতিদিন রাতে অন্তহীন
ঝরে যায় অসময়ে ভুল বুঝা ঋণ।
প্রদীপ জ্বলে শিয়রে গোপন ব্যথায়
রূপ তার বিরহের হীন মমতায়।
অব্যক্ত কথার ধ্বনি ভাসে অজানায়
তন্দ্রাচ্ছন্ন অশ্রুরাশি বিফল মায়ায়।
অতীত স্মৃতির দ্বার রুদ্ধকর বুক !
হাতছানি দিয়ে গেলো প্রাণহীন সুখ!
বাস করে কল্পনায় বেইমান মন
অবিরত কেঁদে যায় অপেক্ষার ক্ষণ।
অজানায় প্রিয়জন নেই যোগাযোগ
মনে হলে উছলায় হৃদয়ের শোক।
প্রীতি ভরে ভাল থাক সুখ সংসার
অগ্নিহীন দাহ্য হয় বিরহের ধার।