নিশিথে ফুটিল শত রঙ্গের ফুল
বনমালী বিভোর সাথে প্রজাকূল।
চিত্রকল্প মন তার একটি ফুল নিয়ে
আলো আশা করে সে ক্ষীণ আঁধারে।
মমতায় যে ফুল নেয় বড় করে
আকাঙ্খা মনে তার বাড়ে নিরলে।
সহসা মালী কাঁদে!বৃথায় আস্ফালন
জিঙ্গাসী তার কাছে কেন রে দহন?
স্বপ্ন মন তার দাহ্য হয় বৃথায়
সত্য হয়ে উঠেনি কেউ তার আশায়
ভুলপথে উদ্ভাসিত ছিল দেহ মন
আশার ফুল ফুটেনি হৃদয়ও অঙ্গন।
মালী কাঁদে!সাথে তার অনিদ্রা রাতি
পুষ্পমাল্য হতে করে মনরে বিচ্যুতি।
সেদিন তার অনুভূতি! সে নিন্দায়
অদৃশ্য ভালবাসা কে নিবে তার দায়?
ভাগ্য কাঁদিবার সুখ মোটেও নাই
নিজেকে গোপন করে নিজের ঘৃণায়
ক্রন্দন করে! ফুল শুকায়ে পদতলে
ক্ষীণ জ্ঞানে ধ্বংস ব্যার্থ আশার ছলে।