ভুল পথের স্মৃতিরা বাঁচে চিরদিন !
অসময়ে জমা হয়ে বাড়ে তার ঋণ।
স্বপ্নের রঙ্গিন ধরা মিথ্যে হয়ে যায়
প্রিয়তির মুখখানি ডুকুরে কাঁদায়।
অতীত সময়গুলো পাড়ি অগণিত !
সুখের পিয়াস মনে বাড়ায়েছে ক্ষত।
শূন্যতায় দিনমান নিরানন্দ হয় !
মুছে যাই আঁখিজল নিয়ে পরাজয়।
করুণ সঙ্ঘাত মনে বেদনায় প্রীতি !
সঞ্চয় করেছি আমি জাগরিত স্মৃতি।
অনুরাগ ছিল সেথা হৃদয় উজার !
কিভাবে ভুলিব তার শত উপহার!
অসহায়!আমি যেন তার স্মৃতি বুকে!
কতদিন প্রিয়হীন কেদে যাব শোকে!