অপরাধ কেন তার হৃদয়ের দ্বারে?
অনুসক্ত অবিশ্বাসে নয়ন অঝোরে।
যতটুকু দায় ছিল অহমিকা ভরে
মমতায় পরিজন রাখে অতিদূরে।
অক্ষম পান্ডিত্যভার চিত্তে আবির্ভাব
গহীন সত্তা আবদ্ধ মন্দ কু স্বভাব।
ভীষণ প্রমাদ নিয়ে ডুকরে নয়ন
করুণা বিনাশ করে বিলপ গ্রহণ।
অসহায় হয়ে কেন হিতকর চায়?
দুর্নিবার আফসোস হৃদয়ে শুধায়।
হয়তো দৃঢ় মোহতে ভুল অন্বেষণ
তুষামোদ করে তাকে অসাধু ভজন।
তার অপরাধবোধ! জাগে রচনায়
মূল্যহীন অশ্রুরাশি হয় অনুপায়।